ক্যাম্পেইন সম্পর্কিত তথ্য

বাড়ি করার স্বপ্ন যেমন মানুষের তেমন পশুপাখিরও আছে। একটি বাড়ি মানুষকে দেয় আশ্রয়, নিরাপদ আবাস আর পরিবার গড়ে তোলার সুযোগ। ছোট হোক বা বড়, যেমনই হোক না কেন, আমাদের সবারই আছে একটি করে স্বপ্নের বাড়ি বা বাড়ির স্বপ্ন। কিন্তু ভেবে দেখেছেন কি আপনার বাড়িটি পরিপূর্ণ কি না? পরিপূর্ণ বাড়ির জন্য চাই পরিপূর্ণ টয়লেট। কাচা হোক কিংবা পাকা বাড়ি, বস্তি হোক বা ফ্ল্যাট, সবক্ষেত্রেই থাকতে হবে পরিপূর্ণ টয়লেট।

গাজীপুর সিটি কর্পোরেশন-এর টঙ্গী এবং গাজীপুর (জয়দেবপুর ও সদর) এলাকায় স্যানিটেশন বিষয়ে এক জরিপ পরিচালনা করা হয়। জরিপের ফলাফলে দেখা যায় যে, বেশিরভাগ পরিবারের টয়লেট সুবিধা থাকলেও উল্লেখযোগ্য সংখ্যক টয়লেট অনিরাপদ, অস্বাস্থ্যকর। ৪০% বাড়ির টয়লেটের মল সরাসরি গিয়ে পড়ছে ডে্েরন, জলাশয়ে এবং খোলা জায়গায়। আবার, প্রায় ৫০% বাড়ীর মল মল জমা হচ্ছে সেপটিক ট্যাংকে। টয়লেটে ব্যবহার করা দূষিত বর্জ্যপানিও সেপটিক ট্যাংকে আসছে। মলতো সেপটিক ট্যাংকে সংরক্ষণ করা হলো, প্রশ্ন হলো সেপটিক ট্যাংক থেকে বর্জ্যপানি কোথায় যাচ্ছে। গবেষণায় দেখা যায়, ৯৯% সেপটিক ট্যাংক থেকে দূষিত বর্জ্যপানি সরাসরি ড্রেনে গিয়ে পড়ছে। সেখান থেকে জলাশয়, নদী বা খালে।

রেটিং সিস্টেম

Untitled-4-01

টয়লেট সেপটিক ট্যাংক এবং সোকওয়েল-এর সঙ্গে যুক্ত নয়। অতএব, টয়লেট থেকে মল এবং বর্জ্য পানি সরাসরি ড্রেনে বা খোলা জায়গায় যাচ্ছে। সুতরাং, এটা অপরিপূর্ণ টয়লেট এবং সাথে সাথে বাড়িটিও অপরিপূর্ণ

Untitled-4-02

টয়লেট সেপটিক ট্যাংক-এর সঙ্গে যুক্ত। কিন্তু, সোকওয়েল নেই। ফলে, সেপটিক ট্যাংকের বর্জ্য পানি ড্রেনে যাচ্ছে এবং সেখান থেকে জলাশয় বা নদীতে যাচ্ছে। সুতরাং, টয়লেটটি আংশিক পরিপূর্ণ সাথে সাথে বাড়িটিও আংশিক পরিপূর্ণ

Untitled-4-03

টয়লেটে সেপটিক ট্যাংক এবং সোকওয়েল উভয়ই রয়েছে। সেপটিক ট্যাংকের নিচে মল জমা থাকে এবং সেপটিক ট্যাংক-এর বর্জ্য পানি সোকওয়েল নিরাপদে ফিল্টার করে। বর্জ্যপানি ড্রেনে প্রবেশ করে না। সুতরাং, এটা পরিপূর্ণ টয়লেট এবং বাড়িটিও পরিপূর্ণ

সোকওয়েল কি ?

সেপটিক ট্যাংকের দূষিত বর্জ্যপানি ফিল্টার বা পরিশোধন করে সোকওয়েল। পানির ফিল্টার যে প্রক্রিয়ায় খাবার পানি পরিশোধন করে সোকওয়েল ঠিক তেমনি টয়লেটের বর্র্জ্যপানি পরিশোধন করে।সেপটিক ট্যাংক হতে নির্গত বর্জ্যপানি দূষিত।সোকওয়েল এই বর্জ্যপানি ফিল্টার করে, এর মধ্যে থাকা মলের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো হ্রাস করে এবং সবশেষে এই নিরাপদ পানি মাটিতে চলে যাবার পর মাটি তা শোষণ করে নেয়। সোকওয়েলে বিভিন্ন স্তরে বর্জ্যপানি পরিশুদ্ধ করার জন্য মোটা বালি, ইটের টুকরো এবং ছোট পাথরসহ আরও কিছু ছাঁকনি উপকরণ বা ফিল্টার মিডিয়া ব্যবহার করা হয়।কখনও কখনও এই সোকওয়েলকে চোষকুয়াও বলা হয়ে থাকে। এটি ইট, আরসিসি রিং স্লাব অথবা প্লাস্টিক রিং স্লাব দিয়েও তৈরি করা যায়। সোকওয়েলের কার্য়কারিতা অনেকটাই সেপটিক ট্যাংকের উপর নির্ভর করে। যদি সেপটিক ট্যাংক ঠিক মত কাজ না করে (যেমন- যত ব্যবহারকারীর জন্য এটি ডিজাইন করা হয়েছে ব্যবহারকারীর সংখ্যা যদি তার চেয়ে বেশি হয় অথবা যদি নিয়মিত পরিষ্কার না করা হয়)। এটি পানির উৎস থেকে নিরাপদ দূরত্বে নির্মাণ করতে হয়। এর রক্ষণাবেক্ষণ খরচও খুবই অল্প। পবিবার বা টয়লেট ব্যবহারকারীর সংখ্যার ওপর নির্ভর করে কয়েক বছর পর পর ইট, বালি এবং পাথরের স্তর পরিষ্কার বা পুনরায় স্থাপন করতে হয়।

আপনার বাড়িতে একটি পরিপূর্ণ টয়লেট নির্মাণ করতে চান?
 ০১৮১৩১৫৬০০৬ নম্বরে যোগাযোগ করুণ।